ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি সংলাপের জন্য অনুনয়-বিনয় করছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
বিএনপি সংলাপের জন্য অনুনয়-বিনয় করছে ড. হাছান মাহমুদ / ফাইল ফটো

ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে সহিংসতার রাজনীতি করতে গিয়ে বিএনপি এখন জনবিচ্ছিন্ন দল। রাজপথ-সংসদ কোথাও তাদের স্থান নেই।

অনেক নেতাকর্মী ইতিমধ্যেই বিএনপি ছেড়ে গেছেন।

হাছান মাহমুদ বলেন, নেতাকর্মীরা খালেদা জিয়ার নেতৃত্বের উপর অসন্তোষ প্রকাশ করছেন। তাই তিনি লন্ডনে বসে সরকারকে সংলাপের অনুনয় জানিয়ে বলছেন, ‘আমরা একটু কথা বলতে চাই, আমাদের ডাকুন’।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী মটর চালক লীগ আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।

তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে বিএনপিকে প্রধানমন্ত্রী নিজে ফোন করে সংলাপের জন্য আহ্বান জানিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া সংলাপে না এসে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য নির্বাচন বানচালের ডাক দিয়েছিলেন। জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছিলেন।

বলেছিলেন সরকারের পতন না ঘটিয়ে তিনি ঘরে ফিরে যাবেন না। প্রকৃতপক্ষে নিয়মতান্ত্রিক রাজনীতির পথ পরিহার করে সহিংসতা ও ষড়যন্ত্রের রাজনীতি বেছে নিয়ে তিনি নিজেরই পতন ঘটিয়েছেন।

যাদের হাতে মানুষের রক্ত, পোড়া মানুষের গন্ধ তাদের সঙ্গে কোনো সংলাপ নয় মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সংঘাতের রাজনীতিতে বিশ্বাসী নয়। আমরা সমঝোতার রাজনীতি চাই।

বিএনপি নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনাদের দলে যাদের হাতে মানুষের রক্ত, যারা জামায়াতকে সঙ্গে রাখতে চায় তাদের সরিয়ে দিন। যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গ ছাড়ুন, নিজেদের সহিংস রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চান।

সংঠনের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক আব্দুল আউয়াল শামীম, মটর চালক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়:১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।