ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘আর ফিরবেন না খালেদা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
‘আর ফিরবেন না খালেদা’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়া জেলের ভয়ে বিদেশে পালিয়েছেন। এখন তিনি আর দেশে ফিরবেন না।

 
 
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বেনাপোল আন্তর্জাতিক বাস টার্মিনাল ভবনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  
 
মন্ত্রী বলেন, ক্ষমতার লোভে জ্বালাও-পোড়াও আন্দোলন করে তিনি দেশে যে অরাজকতা সৃষ্টি করেছেন, মানুষ হত্যা ও  সম্পদ নষ্ট করেছেন তাতে ক্ষতিগ্রস্ত মানুষ কখনো তাকে ক্ষমা করবে না। এসব চলমান মামলায় তার জেলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।  
 
তিনি বলেন, দেশকে ভালোবাসতে হলে উন্নয়নের কাজ করতে হলে সুন্দর মন থাকতে হয়। আর সেই মন খালেদার নেই- আছে শেখ হাসিনার। তাই যতবার এদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে, ততবার উন্নয়নের জোয়ার এসেছে। আর বিএনপি সরকার ক্ষমতায় এলে দেশ জঙ্গিবাদের আস্তানা হয়, পুড়িয়ে হত্যা করা হয় মানুষকে। শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি।  
 
তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, এখন আপনি কোনো উপায় খুঁজে না পেয়ে দিশাহারা হয়ে জাতীয় ঐক্যের কথা বলছেন। যারা ক্ষমতায় যাওয়ার লোভে মানুষ মারে তাদের সঙ্গে কোনো ঐক্য হতে পারেনা। স্বাধীনতা যুদ্ধে যারা রাজাকারের ভূমিকায় থেকে গণহত্যা চালিয়ে লাখ লাখ মায়ের কোল খালি করেছে -সেসব অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর স্বার্থে জাতীয় ঐক্য হবে। আগুনে পুড়িয়ে মানুষ হত্যার বিরুদ্ধে অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার জন্য ঐক্য হবে।  
 
মন্ত্রী বলেন, এর আগে অনেক সরকার ক্ষমতায় এসেছে। বিগত ৩৮ বছরে দেশে যে উন্নয়ন কাজ হয়েছে বর্তমান আওয়ামী লীগের সময়ে গত পাঁচ বছরে তার চেয়ে অনেক বেশি উন্নয়ন কাজ হয়েছে। ২০০৯ সালে দেশে ১২টি স্থলবন্দরের মধ্যে মাত্র দু’টি সচল ছিল। বর্তমানে দেশে ২২টি স্থলবন্দর রয়েছে। এর মধ্যে ১০টি বন্দর দিয়ে বাণিজ্যিক কাজ চলছে।   বাকি ১২টি বন্দরের নির্মাণ কাজ চলছে।  
 
অতিরিক্ত সচিব তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- যুগ্ম সচিব শোশেন শাহ, বেনাপোল কাস্টমস কমিশনার এ এফ এম আব্দুল্লাহ খান, বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বন্দরের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন মজুমদার প্রমুখ।  
 
এর আগে, সকাল ১১টার দিকে নৌমন্ত্রী বেনাপোল এসে পৌঁছালে ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মীরা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বেনাপোল বন্দর, কাস্টমস ও ইমিগ্রেশনের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।  
 
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।