ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

চরভদ্রাসনে আওয়ামী লীগের বর্ধিত সভা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
চরভদ্রাসনে আওয়ামী লীগের বর্ধিত সভা সম্পন্ন ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

তৃণমূল পর্যায়ে দলীয় কাঠামো শক্তিশালী করা, উপজেলার পদ্মা নদীর গোপালপুর-মৈনট পয়েন্টে ফেরি সার্ভিস চালু করার সুপারিশ প্রেরণ ও আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নির্ধারণ এই তিনটি এজেন্ডার উপর সভাটি অনুষ্ঠিত হয়েছে।



উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হকের সভাপতিত্ব সভায় অন্যদের মধ্যে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. কাউছার, মুক্তিযোদ্ধা কমান্ডার ও আওয়ামী লীগ নেতা শফি উদ্দিন খালাসী বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

এছাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. আজাদ খান, মো. ফরহাদ হোসেন মৃধা, আহসানুল হক মামুন, শহিদুল ইসলাম, বোরহান উদ্দিন মোল্যা ও যুবলীগ নেতা মাসুদ ফকির প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।