ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাজী আলাউদ্দিন, ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
 
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ফেনীর পরশুরামে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর হাতে ফুলের তোড়া দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন।


 
যোগদান করা নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, জেলা জাতীয় পার্টির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক কে বি এম জাহাঙ্গীর আলম প্রমুখ।   
 
যোগদানের সময় হাজী আলাউদ্দিন বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন। এ দলে থেকেই তিনি দেশের সেবা করতে চান।
 
এর আগে, ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে ফেনী পৌরসভার তৎকালীন মেয়র নিজাম উদ্দিন হাজারী সংসদ সদস্য নির্বাচিত হলে পৌর মেয়র পদ ছেড়ে দেন। শূন্য পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী মনোনয়ন প্রত্যাশীদের ডিঙিয়ে মহাজোটের সমর্থন পান হাজী আলাউদ্দিন।
 
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।