ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে বিএনপি-জামায়াতের ৮ নেতা-কর্মী আটক

ডিস্টিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
গাজীপুরে বিএনপি-জামায়াতের ৮ নেতা-কর্মী আটক

গাজীপুর: কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলায় নাশকতা পরিকল্পনার অভিযোগে পৃথক অভিযানে জামায়াতের আমির ও বিএনপি’র যুগ্ম-সম্পাদকসহ আট নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
 
শনিবার (১৪ নভেম্বর) কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।



তিনি বলেন, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত কালীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় নাশকতার পরিকল্পনার অভিযোগে কালীগঞ্জ উপজেলার যুবদলের যুগ্ম সম্পাদক হানিফ, বক্তাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আওলাদ হোসেন, নাগরী ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইসলাম ভূঁইয়া, মোক্তারপুর ইউনিয়ন বিএনপি কর্মী ফারুক ফকির, কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, জাঙ্গালীয়া ইউনিয়ন বিএনপি’র দফতর সম্পাদক মো. শাহজাহান মোল্লা, একই ইউনিয়নের বিএনপি কর্মী মোকছেদ মিয়াকে আটক করা হয়েছে।
 
শনিবার দুপুরে তাদের গাজীপুর কোর্টে পাঠানো হয়েছে।
 
অন্যদিকে, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্যাহ বাংলানিউজকে জানান, নাশকতার পরিকল্পনা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য কাপাসিয়া উপজেলা জামায়াতের আমির ফরহাদ মোল্লা (৪৮) নেতাকর্মীদের নিয়ে শনিবার ভোরে নিজ বাড়িতে গোপন বৈঠক করছিলেন।

‘খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ফরহাদ মোল্লাকে আটক করা হয় ও বাকিরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ৩টি মোটরসাইকেল, বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়। এ ঘটনায় কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ’ 

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।