ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে ৬ জামায়াত কর্মী-সমর্থক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
মেহেরপুরে ৬ জামায়াত কর্মী-সমর্থক আটক

মেহেরপুর: নাশকতা বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মেহেরপুরের তিন উপজেলায় জামায়াতে ৬ কর্মী-সমর্থককে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।

এদের মধ্যে সদর থানা পুলিশ ৪জন, গাংনী ও মুজিবনগর থানায় একজন করে আটক হন।



শনিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে সদর থানার ওসি আহসান হাবীব, গাংনী থানার ওসি আকরাম হোসেন ও মুজিবনগর থানার ওসি কামাল হোসেনসহ পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে জামায়াতের এসব কর্মী সমর্থককে আটক করে। তবে তাদের নামপরিচয় জানাতে পারেনি সংশ্লিষ্টরা।

জেলা পুলিশের বিশেষ শাখা এ তথ্য বাংলানিউজকে জানিয়েছেন।

নাশকতা মামলায় এসব আটক জামায়াত কর্মী সমর্থকদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১১০  ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।