ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির কর্মসূচি

ঢাকা: মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দু’দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

রোববার (১৫ নভেম্বর) বিএনপির ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম ও সদস্য সচিব শামসুজ্জামান দুদু এক বিবৃতিতে বিষয়টি জানান।



এ উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচি নিয়েছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার, সকাল ৯টায় টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত এবং ১৮ নভেম্বর বুধবার বেলা ২টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তরিকুল ইসলাম ও শামসুজ্জামান দুদু মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার জন্য দলীয় নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।