ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সহসাই হচ্ছে না স্বাচিপের নতুন কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
সহসাই হচ্ছে না স্বাচিপের নতুন কমিটি

ঢাকা: সম্মেলনের তিনদিন পরও নতুন কমিটি গঠন করা হয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ)। নতুন কমিটি সহসাই গঠনের কোনো সম্ভাবনাও নেই।



গত শুক্রবার(১৩ নভেম্বর) সংগঠনের ৪র্থ জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন অসম্পূর্ণ রেখেই স্থগিত করা হয়। কাউন্সিল থেকে নতুন কমিটি গঠনের সব ক্ষমতা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর দেওয়া হয়।

সম্মেলনের দ্বিতীয় (কাউন্সিল) অধিবেশনের শুরুতেই কাউন্সিলরদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এর আগে ওই দিন সকালে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাউন্সিলরদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুপুর দুইটার পর কাউন্সিল অনুষ্ঠানের শুরুতেই স্বাচিপের বর্তমান সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক কাউন্সিলে উপস্থিত না থাকায় সংগঠনের সাবেক মহাসচিব ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন একটু দেরি করে শুরু করতে অনুরোধ করেন। রুহুল হক উদ্বোধনী অনুষ্ঠানের মতোই এ অধিবেশনেরও সভাপতি ছিলেন।

এর কিছুক্ষণ পর সভাপতিকে ছাড়াই সম্মেলন শুরু করা হয়। এরপর ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন আবারও সভা বন্ধ রাখতে এবং মাইক বন্ধ রাখতে বলেন। এ সময় কিছু কাউন্সিলর উত্তেজিত হয়ে ওঠেন। ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন কাউন্সিলে সভাপতি প্রার্থী। বর্তমান মহাসচিব ডা. ইকবাল আর্সলানও সভাপতি প্রার্থী। এ সময় দু’জনের সমর্থকরা হই-চই চেচামেচি করে বাক বিতণ্ডায় জড়ালে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

এরপর সভাপতি আ ফ ম রুহুল হক এসে পরিস্থিতি দেখে কাউন্সিল অধিবেশন স্থগিত ঘোষণা করেন।

নতুন কমিটি কবে হবে সে ব্যাপারে স্বাচিপের নেতারাও কেউ কিছু বলতে পারছেন না। তবে আওয়ামী লীগের একটি সূত্রে জানা গেছে, সহসাই কমিটি হচ্ছে না। নতুন কমিটি নিয়ে সংগঠনটিতে অভ্যন্তরীণ সমস্যা রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরই কমিটি দেওয়া হবে। এজন্য কিছুদিন সময় নেওয়া হতে পারে।

কমিটি কবে দেওয়া হতে পারে জানতে চাওয়া হলে আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু বাংলানিউজকে বলেন, কমিটি কবে দেওয়া হবে জানি না। কমিটি গঠনের দায়িত্ব নেত্রীর(শেখ হাসিনা) ওপর দেওয়া হয়েছে। তিনি যেদিন কমিটি দেন সেদিন হবে।

স্বাচিপের সাবেক মহাসচিব ইকবাল আর্সলান বাংলানিউজকে বলেন, নতুন কমিটি কবে দেওয়া হবে বলতে পারি না। আমরা নেত্রীকে(শেখ হাসিনা) কমিটি গঠনের দায়িত্ব দিয়েছি।
 
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।