ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সাভার বণিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
সাভার বণিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি আটক ওবায়দুর রহমান অভি

সাভার(ঢাকা): নাশকতাকারীদের অর্থায়নের অভিযোগে আটক করা হয়েছে সাভার বণিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভিকে।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সাভারের অভিজাত বিপনী বিতান সিটি সেন্টার থেকে সাদা পোশাকে মডেল থানার পুলিশ তাকে আটক করে।



অভি সাবেক পৌর ছাত্রদল নেতা ও সাভার পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ছিলেন।

অভির বাবা হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, সাভার মডেল থানার একদল পুলিশ সিটি সেন্টারে গিয়ে অভিকে জানান, ওসি তাকে ডেকেছে, থানায় যেতে হবে। এ কথা বলে তাকে সাভার মডেল থানায় নিয়ে হাজতখানায় রাখা হয়। দ্রুত তার মুক্তির দাবি করেছে পরিবার।

থানায় সাংবাদিকদের অভি বলেন, তিনি বিএনপির রাজনীতি ছেড়েছেন অনেক আগেই, এখন তিনি ব্যবসায়ীদের নেতা।

সাভার মডেল থানার ওসি মো.কামরুজ্জামান বলেন, অভি ব্যবসায়ীদের নেতার বেশে নাশকতাকারীদের অর্থ সহায়তা করে আসছিলেন। তিনি সাভার পৌর যুবদলের সভাপতি।

ওসির এ বক্তব্য প্রত্যাখান করে যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জানান, রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশেই তাকে আটক করা হয়ে থাকতে পারে। তিনি সাভার যুবদলের কোনো কমিটিতেই নেই।

তাকে নাশকতা সৃষ্টি ও গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যার বেশ কয়েকটি মামলায় গ্রেফতার দেখানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
‍আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।