ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় উপজেলা জামায়াতের আমীর গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
খুলনায় উপজেলা জামায়াতের আমীর গ্রেফতার

খুলনা: খুলনার ফুলতলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবার আলী মোড়লকে (৪৬) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার একটি স্কুল মাঠ থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে ১০টি ককটেলও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আকবার আলী উপজেলার যুগ্নিপাশা গ্রামের আক্কাস আলী মোড়লের ছেলে। তার বিরুদ্ধে ১০টির বেশি মামলা রয়েছে।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বাংলানিউজকে জানান, ফুলতলায় নাশকতার পরিকল্পনা চলছে এমন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুক্ত রায় চৌধুরী ও মোল্লা লুৎফর রহমান উপজেলার রি-ইউনিয়ন স্কুল মাঠে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠককারীরা পর পর দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবার আলী মোড়লকে ১০টি ককটেলসহ গ্রেফতার করে বলে জানান রোকনুজ্জামান।

তিনি আরও জানান, এ ঘটনায় এসআই মোল্লা লুৎফর রহমান ফুলতলা থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা,  নভেম্বর ১৬, ২০১৫
এমআরএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।