ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘খালেদা জিয়া চক্রান্ত বন্ধ করলে দেশ এগিয়ে যাবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
‘খালেদা জিয়া চক্রান্ত বন্ধ করলে দেশ এগিয়ে যাবে’ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

নীলফামারী: বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া চক্রান্ত বন্ধ করলে দেশ আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোববার (১৫ নভেম্বর) দিনগত রাতে নীলফামারী সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।



মন্ত্রী বলেন, এখনই ষড়যন্ত্র বন্ধ না করলে ২০১৯ সালের নির্বাচনে বিএনপি’র অবস্থা হবে জিম্বাবুয়ের মতো।

তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে দেশ অনেক এগিয়ে গেছে। অনেক সীমাবদ্ধতার মধ্যেও ভারত, পাকিস্তান, এমনকি দক্ষিণ এশিয়ার মধ্যে স্বাস্থ্য সেবায় এগিয়ে রয়েছে বাংলাদেশ। পোলিও ও ম্যালেরিয়ার মতো অনেক রোগকে আমরা পরাজিত করেছি।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক ও সিভিল সার্জন ডা. আব্দুর রশীদসহ দলীয় নেতারা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৭০২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।