ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

চান্দিনায় জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
চান্দিনায় জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের চার নেতাকর্মীকে আটক করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাত থেকে সোমবার ভোর পর্যন্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী এ অভিযান চালায়।



আটক ব্যক্তিরা হলেন-চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি বদরপুর গ্রামের মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, তীরচর গ্রামের শাহজালাল ও বাগমারা গ্রামের আব্দুল কাদের।

চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।