ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নড়াইলে বিএনপি-শিবিরের ৪ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
নড়াইলে বিএনপি-শিবিরের ৪ নেতাকর্মী গ্রেফতার ছবি: প্রতীকী

নড়াইল: নড়াইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও শিবিরের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) রাত থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।



গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে শিবিরের নড়াইল জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিরাজুল ইসলাম ও নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়ন কৃষকদলের সভাপতি ইকবাল হোসেন রয়েছেন।

নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। সকাল ১১টার দিকে তাদের আদালতে পাঠানো হবে।
 
বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।