ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সিলেটে আহত ছাত্রদল কর্মী মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০১০

সিলেট: প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ছাত্রদল কর্মী সৌরভ আহমেদ বাবু ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেছেন।

মঙ্গলবার রাত ২টায় নগরীর একটি কিনিকে তিনি মারা যান।



ছাত্রদল কর্মীর মৃত্যুর প্রতিবাদে বুধবার ছাত্রদলের একটি অংশ নগরীতে বিক্ষোভ মিছিল এবং প্রতিপক্ষের অফিস ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২২ জুলাই নগরীর উপশহরে ইলিয়াসপন্থী ছাত্রদল কর্মীদের হামলায় গুরুতর আহত হন সৌরভ। আহত অবস্থায় প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সিলেটের একটি কিনিকে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। সেখানে মঙ্গলবার রাতে সৌরভ মারা যান।

এ ঘটনায় সৌরভের মা মনোয়ারা বেগম বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, প্রকৃত খুনিদের কঠোর শাস্তি দিতে হবে।
 
কোতায়ালী থানার ওসি নওরোজ আহমেদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।