ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার ছবি : প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনসারুল্লাহকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের বিরুদ্ধে নাশকতার ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মোবারকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি, তদন্ত) চৌধুরী যোবায়ের আহম্মেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনসারুল্লাহকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে রোববার অস্ত্র আইনে আনসারুল্লাহর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।