ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

কুষ্টিয়া সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
কুষ্টিয়া সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আটক ফরিদা হুসাইন / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: নাশকতার পরিকল্পনার অভিযোগে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের শুরা সদস্য ফরিদা হুসাইনকে আটক করেছে পুলিশ।
 
রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কালিশংকরপুরের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।


 
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বাংলানিউজকে বলেন, ফরিদা হুসাইন নাশকতার পরিকল্পনা করছেন- এমন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।