ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে বিএনপি-জামায়াতের ৪ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
মানিকগঞ্জে বিএনপি-জামায়াতের ৪ নেতাকর্মী আটক

মানিকগঞ্জ: নাশকতার আশঙ্কায় মানিকগঞ্জে বিএনপি-জামায়াতের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
 
সোমবার (৩০ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (১ ডিসেম্বর) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


 
আটক ব্যক্তিরা হলেন- জেলা জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম (৪০), সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা গ্রামের বদর উদ্দিনের ছেলে সহিদুর রহমান (২১), সাটুরিয়া উপজেলার সামাদ খানের ছেলে আবু সাঈদ ((৪৫), ঘিওর উপজেলার খোদা বকসের ছেলে আনোয়ার হোসেন (১৯)।
 
জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
 
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।