ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ১২ কর্মীসহ আটক ৪১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ১২ কর্মীসহ আটক ৪১

ঝিনাইদহ: নাশকতার আশঙ্কায় ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১২ কর্মীসহ ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার (০২ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।



ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহর আলী শেখ বাংলানিউজকে জানান, জেলার ৬ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতা আশঙ্কায় ও বিভিন্ন মামলা ওয়ারেন্টভূক্ত আসামিসহ ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১২জন জামায়াত ও বিএনপি কর্মী রয়েছে।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।