ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

মহম্মদপুরে আ’লীগের দু’পক্ষে সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
মহম্মদপুরে আ’লীগের দু’পক্ষে সংঘর্ষে আহত ১০ ছবি: প্রতীকী

মাগুরা: মাগুরার মহম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
 
বুধবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফলসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩৬ রাউন্ড ফাঁকা গুলি করেছে।
 
সংঘর্ষ চলাকালে সময় উভয় পক্ষের ছয়টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।  
 
আহতদের মধ্যে ইমামুল, তৈয়েব, সালাম, শরিফুল, আমজাদ ও আলিমকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
 
আহত ইমামুল বাংলানিউজকে বলেন, দীঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়া এবং সাধারণ সম্পাদক হিরু মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।  
 
এর জের ধরে বিকালে উভয় পক্ষের সমর্থকরা ঢাল, সড়কি, লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনিসহ ১০ জন আহত হন।  
 
তিনি আরও বলেন, সংঘর্ষে কাইয়ুম, মোশারফ, আকাল, সাঈদ, আকুব্বর ও সালামের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।  
 
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম বাংলানিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৬ রাউন্ড ফাঁকা গুলি করা হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় তিনি নিজে অবস্থান করছেন। অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
 
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।