ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘বাংলার মাটিতে ধানের শীষ থাকবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
‘বাংলার মাটিতে ধানের শীষ থাকবে না’ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

ঢাকা: জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে। তারা ‘ধানের শীষে’ বিশ্বাস করে না।

ধানের শীষে ভোট দেবে না। ধানের শীষ বাংলার মাটিতে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে কৃষকলীগের সাবেক সভাপতি রাশেদ মোশাররফের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‍ আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই নির্ধারিত সময়ে নির্বাচন করি। আমরা নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। যে কারণে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করছি। এখন থেকে সব নির্বাচনই দলীয় প্রতীকে হবে এবং দলের অধীনে হবে।

খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, আগামী নির্বাচনে আমরা আপনাদের স্বাগত জানাই। নির্বাচন ছাড়া আপনার সামনে কোনো বিকল্প নেই। চেষ্টা করেছেন বিশ্বের কাছে শেখ হাসিনার সরকারকে অবৈধ প্রমাণ করতে, পারেন নি। এখনও ষড়যন্ত্রের পথ ছাড়েন নি। এ পথে আপনি সফল হবেন না। এ পথ ছেড়ে চ্যালেঞ্জ গ্রহণ করে মাঠে আসেন। নির্বাচনে অংশ নেন। জনগণের রায় মেনে নেন।

নাসিম বলেন, জনগণ দেখবে কে বিদ্যুতের সমস্যার সমাধান করেছে! গ্যাসের সমস্যার সমাধান করেছে! তারা আওয়ামী লীগকেই ভোট দেবে। জনগণ এখন আর ধানের শীষে বিশ্বাস করে না। জনগণ জানে, ধানের শীষ মানে জ্বালাও-পোড়াও, ধানের শীষ মানেই জামায়াত-শিবিরের সঙ্গে আপোষ করে। মানুষ তাদের ভোট দেবে না। ধানের শীষ বাংলার মাটিতে থাকবে না।

কৃষকলীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, রেলমন্ত্রী মুজিবুল হক, আওয়ামী লীগের কৃষি সম্পাদক ড. আব্দুর রাজ্জাক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসইউজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।