ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনা আইনজীবী সমিতির নির্বাচনে পপলু সভাপতি, ইকবাল সম্পাদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
খুলনা আইনজীবী সমিতির নির্বাচনে পপলু সভাপতি, ইকবাল সম্পাদক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০১৬ এ মহাজোট সমর্থিত প্যানেলের বিজয় হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয়।

মোট এক হাজার ১৯৩ জন ভোটারের মধ্যে এক হাজার ৩৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

রাত ১১টায় পর্যন্ত নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফলে মহাজোট সমর্থিত প্যানেল ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’র সভাপদি পদে মনোনীত প্রার্থী সরদার আনিসুর রহমান পপলু ৬৭৭ ভোট ও সাধারণ সম্পাদক পদে মনোনিত প্রার্থী কেএম ইকবাল হোসেন ৬১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দল সমর্থিত ‘সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ’র সভাপতি পদপ্রার্থী নুরুল হাসান রুবা ৩৬০ ভোট ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী চৌধুরী আব্দুস সবুর ৩৭৮ ভোট পেয়েছেন।

এছাড়া সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সহ-সভাপতি পদে কে এম জিন্নত আলী ৪৯২ ও শেখ মোহাম্মদ আলী ৫৯৩, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সমীর ঘোষ ৫২৭, লাইব্রেরী সম্পাদক পদে এসএম আবু রাসেল ৫৪০, সাহিত্য ও পত্রিকা সম্পাদক পদে কামরুল জোয়ার্দ্দার ৫৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনিত সহ-সভাপতি পদে সরদার আব্দুল জলিল ৪৬২ ও মো. মোশারেফ হোসেন ৩৭৩, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এজাজুল হাসান শিকদার ৫১০, লাইব্রেরী সম্পাদক পদে এস এম মোহিতুর রহমান কচি ৪৯৬, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে কাজী খালিদ হাসান জনি ৪৪৪ ভোট পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে দু’টি প্যানেলের ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সদস্যপদের ভোটগণনা চলছিল।

নির্বাচন পরিচালনায় ছিলেন, নির্বাচনী পরিষদ চেয়ারম্যান এ এম আহমেদ উল্লাহ, সদস্য রজব আলী সরদার ও  এফ. এম আক্তারুজ্জামান।

এবারের নির্বাচনে ১৪টি পদের অনুকূলে মহাজোট সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও ২০ দল সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের দু’টি প্যানেলে ২৮ জন প্রার্থী অংশ নেন।

বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এমআরএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।