ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নোয়াখালী জেলা জাসদের সম্মেলনে নতুন কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
নোয়াখালী জেলা জাসদের সম্মেলনে নতুন কমিটি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালী জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সম্মেলনে ভারপ্রাপ্ত সভাপতি নূর আলম চৌধুরী পারভেজকে সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মকছুদুর রহমান মানিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) রাতে জেলা শিল্পকলা একাডেমীতে নোয়াখালী জেলা জাসদের সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে এ দু’জনকে প্রধান করে ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়।



জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি নূর আলম চৌধুরী পারভেজের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শহীদ কর্ণেল আবু তাহের বীর উত্তমের স্ত্রী লুৎফা তাহের এমপি, জাসদের সাংগঠনিক সম্পাদক নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু ও উপদেষ্টা মো. সলিম উল্লাহ।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মকছুদুর রহমান মানিক এবং সঞ্চালনায় ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল হক বকশি।

বাংলাদেশ সময়: ০৫৫৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।