ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেলগেট থেকে ফের আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
জয়পুরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেলগেট থেকে ফের আটক

জয়পুরহাট: শ্যামলী পরিবহনে অগ্নিসংযোগের মামলায় জামিন পাওয়া জয়পুরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমানকে জেল গেট থেকে ফের আটক করেছে ডিবি পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) দিনগত রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।



আটক বিএনপি নেতা মতিয়র রহমান জয়পুরহাট পৌর শহরের বিশ্বাসপাড়া মহল্লার বাসিন্দা।

ওসি ফরিদ হোসেন হোসেন জানান, জয়পুরহাট শহরের সরকারী রামদেও বাজলা বিদ্যালয় সংলগ্ন মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্যামলী পরিবহনে অগ্নিসংযোগের মামলায় গত ৭ নভেম্বর বিএনপি নেতা মতিয়র রহমানকে গ্রেফতার করে পুলিশ। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। পরে রাত ৭টার দিকে জেলহাজত থেকে বের হওয়ার সময় জেল গেটেই ডিবি পুলিশ নাশকতার মামলা তাকে ফের আটক করে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করে।

ওসি ফরিদ হোসেন আরও জানান, আটক বিএনপি নেতাকে সোমবার (৩০ নভেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৬০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।