ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সোনাইমুড়িতে যুবদলকর্মীকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
সোনাইমুড়িতে যুবদলকর্মীকে কুপিয়ে জখম

নোয়াখালী: জেলার সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নে মহিউদ্দিন (২৬) নামের এক যুবদলকর্র্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।



আহত মহিউদ্দিন উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি স্থানীয় যুবদল কর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, রোববার রাতে পালপাড়া গ্রামে মহিউদ্দিনের বাড়ির পাশেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।

আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তার অবস্থার আরও অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ব্যাপারে থানায় এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৬৫২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।