ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

পাবনায় বিএনপি-জামায়াতের কর্মীসহ গ্রেফতার ৯১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
পাবনায় বিএনপি-জামায়াতের কর্মীসহ গ্রেফতার ৯১ ছবি: প্রতীকী

পাবনা: পাবনায় পুলিশ, ডিবি পুলিশ ও র্যাবের বিশেষ অভিযানে জামায়াত- শিবির ও বিএনপির কর্মীসহ ৯১ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) ভোরে এ অভিযান চালানো হয়।



পাবনার সহকারী পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার ১১টি থানায় পুলিশ, ডিবি পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে বিএনপির ১১ জন, জামায়াত-শিবিরের তিনজন ও অন্যান্য মামলার ৭৭ জন আসামিসহ মোট ৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে হাজির করা হবে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।