ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বিদেশি হত্যাকাণ্ড, শিয়া মসজিদে হামলার মদদদাতা খালেদা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
বিদেশি হত্যাকাণ্ড, শিয়া মসজিদে হামলার মদদদাতা খালেদা (ফাইল ফটো)

ঢাকা: সম্প্রতি দেশে সংঘটিত বিদেশি হত্যাকাণ্ড এবং শিয়া মসজিদে হামলার মদদদাতা হিসেবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দায়ী করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ বলেছেন, শুধু নাইকো দুর্নীতি মামলায় নয়, মানুষ পুড়িয়ে মারা সহ বিদেশি হত্যাকাণ্ড ও শিয়া মসজিদে হামলার মদদদাতা হিসেবে আদালতে হাজির করতে হবে খালেদা জিয়াকে। এজন্য ব্যবস্থা নিতে আইনশৃঙখলা ‍বাহিনীর কাছে অনুরোধ জানান তিনি।



সোমবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি বক্তব্য রাখছিলেন।

পৌরসভা নির্বাচনে এমপিরা যাতে প্রচারণায় অংশ নিতে পারেন সে বিষয়টিও নির্বাচন কমিশনকে খতিয়ে দেখার অনুরোধ করেন তিনি।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা এম এ করিম , এসহসানুল হক এবং স্বাধীনতা ফোরামের সভাপতি ব্যারিস্টার জাকির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এমএম/এসএ/আরআই

** আইএস-এর নামে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শাস্তির দাবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।