ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

জামায়াতকে স্বতন্ত্র হিসেবেও সুযোগ না দেওয়ার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
জামায়াতকে স্বতন্ত্র হিসেবেও সুযোগ না দেওয়ার দাবি

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে জামায়াতসহ নিবন্ধনহীন দলগুলোর নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
 
সোমবার (৩০ নভেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাত করে এ দাবি জানান দলটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।


 
সিইসির সঙ্গে সাক্ষাতের পর নির্বাচন কমিশনে (ইসি) তিনি সাংবাদিকদের বলেন, পৌরসভা নির্বাচনে জামায়াতসহ নিবন্ধনহীন দলগুলোর কোনো স্বীকৃত নেতা যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না পান, সে ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েছি।
 
একইসঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের মতো প্রাথমিকভাবে একাধিক প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ সৃষ্টি করার দাবি জানানো হয়েছে। এক্ষেত্রে দলগুলো প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন চূড়ান্তভাবে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেবে।
 
এমপিদের প্রচারণার সুযোগ সৃষ্টি ও নির্বাচন পেছানোর দাবি করা ছাড়াও নির্বাচন আচরণ বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে ওয়ার্কার্স পার্টি।
 
ফজলে হোসেন বাদশা বলেন, সিইসি আমাদের কথা শুনেছেন। আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।
 
প্রায় একই রকম দাবি অন্য দলগুলোও রোববার (২৯ নভেম্বর) করেছিলো। কিন্তু সোমবারের বৈঠকে নির্বাচন না পেছানো এবং এমপিদের প্রচারণায় সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। দুপুরে অনুষ্ঠিত ওই বৈঠকের দু’টি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সন্ধ্যা নাগাদ ইসির সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানোর কথা রয়েছে।
 
ফজলে হোসেন বাদশার সঙ্গে দলটির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, কামরুল আহসান ও মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
ইইউডি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।