ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরা শ্রমিকলীগের দ্বি-বার্ষিক সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
সাতক্ষীরা শ্রমিকলীগের দ্বি-বার্ষিক সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার নতুন কমিটিতে ছাইফুল করিম সাবু সভাপতি ও মুক্তিযোদ্ধা এমএ খালেক সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন।

সোমবার( ৩০ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সংগঠনের চতুর্থ দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটিতে সভাপতি-সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়।



একই সঙ্গে আব্দুল্লাহ সরদারকে ১নং যুগ্ম সম্পাদক ও শেখ হানুর-উর-রশীদকে ১নং সদস্য ঘোষণা করে উল্লিখিত চারজনের উপর পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।

এর আগে সম্মেলনের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।

সম্মেলন জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ-সভাপতি সরদার মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, শ্রমিক উন্নয়ন ও কল্যাণ সম্পাদক কাওসার আহমেদ পলাশ, কেন্দ্রীয় সদস্য বিএম জাফর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।