ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্র ইউনিয়ন খুলনা নগর সংসদের ৩৭তম সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
ছাত্র ইউনিয়ন খুলনা নগর সংসদের ৩৭তম সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা মহানগর ছাত্র ইউনিয়নের ৩৭তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) বিকেল ৫টায় নগরীর শহীদ হাদিস পার্কে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেত্রী সুতপা বেদজ্ঞ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ সম্মেলনের উদ্বোধন করেন।



সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ এবং বিশেষ অতিথি হিসেবে ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সভাপতি শাহিন হাওলাদার উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন নগর সভাপতি ছাত্রনেতা বাবুল শরীফ বাবু।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে ফের শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়।

পরে সংগঠনের কার্যালয়ে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এসময় সঞ্জয় দাসকে সভাপতি এবং অনিক হাসানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এমআরএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।