ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের বিজয় র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের বিজয় র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিজয়ের মাস ডিসেম্বরের শুরুতে বিজয় র‌্যালি বের করেছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেশাত্মবোধক গানের মধ্যদিয়ে বিজয় র‍্যালির কার্যক্রম শুরু হয়।



বেলা পৌনে ১২টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে বিজয় র‍্যালি গুলিস্তান মোড় থেকে বঙ্গবাজার-হাইকোর্ট হয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে এসে শেষ হয়।

র‌্যালি শুরুর আগে প্রজন্ম লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে মায়া বলেন, দেশের পতাকা ও মাটি নিয়ে কেউ যেন ষড়যন্ত্র না করতে পারে এ বিষয়ে সজাগ থাকতে হবে। মুক্তিযোদ্ধাদের বয়স হয়েছে, এখন তাদের সন্তানদের দায়িত্ব দেশকে শত্রু মুক্ত রাখা।

এ সময় তিনি জঙ্গি‍বাদ, সন্ত্রাসবাদ ঠেকাতে সমাজের বিত্তবান ব্যক্তিদের  বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা লাগানোর আহ্বান জানান।

মায়া বলেন, পাড়া-মহল্লায় জঙ্গিরা আত্মগোপনে থাকার চেষ্টা করবে। তাই এলাকায় নতুন কেউ ঢুকলে তার সম্পর্কে সবাইকে খোঁজ রাখতে হবে।

শেখ হাসিনার নেতৃত্বে এক হয়ে দেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, একটি দলের (বিএনপি) নেতাদের বিজয়ের মাস এলে মুখের হাসি হারিয়ে যায়। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে খালেদা জিয়া মুখে কুলুব এঁটে থাকেন।

র‌্যালিতে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ফাতেমা জলিল সাথী, যুগ্ম-সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগরীর সভাপতি মো. সোহাগ, সাধারণ সম্পাদক মো. জনিসহ প্রজন্ম লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫/আপডেট: ১৩২৮ ঘণ্টা
এফবি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।