ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

শান্তির জন্য অবস্থান কর্মসূচি সমাপ্ত করলেন কাদের সিদ্দিকী

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
শান্তির জন্য অবস্থান কর্মসূচি সমাপ্ত করলেন কাদের সিদ্দিকী ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ৩০৮ দিনের মাথায় রাজধানীর মতিঝিলে ‘দেশের শান্তির জন্য অবস্থান কর্মসূচি’ সমাপ্তি ঘো্ষণা করলেন কাদের সিদ্দিকী।

এর আগে দেশের রাজনৈতিক সমস্যা সমাধানে প্রধান দুই নেত্রীকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে গত বছর মতিঝিলে সাবেক বাংলার বাণী পত্রিকা অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে বসেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী।


 
মঙ্গলবার অবস্থান কর্মসূচির সমাপনী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কাদের সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা আর খালেদা জিয়া মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের স্ত্রী। তাই সময় থাকতে জাতিকে ঐক্যবদ্ধ করতে আপনারা আলোচনায় বসুন। এমন সময় আসবে যখন আলোচনার আর সুযোগ পাবেন না।

তিনি বলেন, ‘আজকে খালেদা জিয়ার হরতাল নেই। মানুষ নিজেরাই হরতাল প্রত্যাখ্যান করেছেন। যেহেতু খালেদা জিয়া আলোচনার কথা বলছেন, তাই এখনই সময় তার সাথে বসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান।

দেশের পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশে এ পর্যন্ত ২৯ জনকে ফাঁসি দেয়া হয়েছে। এভাবে যদি ফাঁসি দেয়া হয় তবে বিশ্বের কাছে বাংলাদেশ ফাঁসির দেশ বা মানবতাবিরোধী দেশ হিসেবে পরিচিত হবে। যা আগামী প্রজন্মের জন্য সুখকর হবে না।

কাদের সিদ্দিকী সরকারের উদ্দেশ্যে বলেন, ‘৫ জানুয়ারি যে নির্বাচন হয়েছে, তাতে আপনারা হয়তো ক্ষমতায় আছেন। কিন্তু এ নির্বাচনে ৯০ শতাংশ লোকের সমর্থন নেই। সাধারণ মানুষ একটি অবাধ নির্বাচন দেখতে চায়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরীন সিদ্দিকী, বিশিষ্ট কবি সাজ্জাদ কাদির, কৃষক শ্রমিক জনতা লীগের সেক্রেটারি হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, জাসদ রবের সেক্রেটারি আব্দুল মালেক রতন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।