ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

সাবেক এমপি খোকার মায়ের মৃত্যুতে বিএনপি শোকবার্তা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
সাবেক এমপি খোকার মায়ের মৃত্যুতে বিএনপি শোকবার্তা

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবদুল মোমিন তালুকদার খোকা‘র মাতা রাবেয়া মজিদ মঙ্গলবার সকাল সাতটায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

মঙ্গলবার এক শোকবার্তায় বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেন, এলাকার মানুষের নিকট পরোপকারী ও ধর্মপ্রাণ মহিলা হিসেবে মরহুমা রাবেয়া মজিদ অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। মরহুমার এলাকাবাসীর মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

বিএনপি’র মুখপাত্র শোকবার্তায় মরহুমা রাবেয়া মজিদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।