ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার চালাচ্ছে পাকিস্তান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার চালাচ্ছে পাকিস্তান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার চালাচ্ছে পাকিস্তান। অথচ তারা নিজের দেশ ও জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ।



মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে ‍মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত জেলা ওয়ার্কার্স পার্টির  সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, জিয়াউর রহমান যেভাবে জামায়াত-শিবিরকে আশ্রয় দিয়েছিলেন, তার ধারাবাহিকতা এখন বজায় আছে। যখন দেশে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি উঠেছে তখন খালেদা জিয়াও নিশ্চুপ থেকে তাদের সঙ্গে জোট গড়েছেন।

ওয়ার্কাস পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম খাজার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, দলের ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন, কেন্দ্রীয় সদস্য মাহমুদুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।