ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় জাপার কর্মী সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
বগুড়ায় জাপার কর্মী সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) কর্মী সম্মেলন বোর্ডের বাজার এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিরোধীদলীয় হুইপ ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ওমর এমপি।
 
সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এইচ এম ইকবাল, প্রধান বক্তা ছিলেন সদর জাপার সদস্য সচিব আরিফুল ইসলাম শহিদ।

এছাড়া সম্মেলনে শাজাহান আলী ধলু, জেলা জাপা নেতা সাহিদুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, এমরান রহমান মিঠু, সফিকুল ইসলাম সুইট, মাসুদ রানা জুয়েল, আব্দুর রাজ্জাক, ইলিয়াস হোসেন, আপেল মাহমুদ আরিফ, ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
 
সম্মেলনে বিরোধী দলীয় হুইপ নূরুল ইসলাম ওমর এমপি বলেন, দেশপ্রেমিক জনতার ঠিকানা জাতীয় পার্টি। দেশের উন্নয়ন প্রত্যাশী ও শান্তি প্রিয় মানুষ জাতীয় পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছে। সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে। জাতীয় পার্টি উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি করে। দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে জাতীয় পার্টি। পল্লীবন্ধু এরশাদ ও বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদের নেতৃত্বে সারাদেশে জাতীয় পার্টি আজ সুসংগঠিত।  
 
এর আগে বগুড়া পৌরসভার সাবেক কমিশনার এনামুল হকের নেতৃত্বে বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মী হুইপ নুরুল ইসলাম ওমর এমপি’র হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।
 
বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এমবিএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।