ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

আ’লীগের প্রত্যয়নপত্র বিলি

গভীর রাত অবধি উৎসবের রং

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
গভীর রাত অবধি উৎসবের রং ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পৌর নির্বাচনে দল মনোনীত মেয়র প্রার্থীদের মাঝে প্রত্যয়নপত্র বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে বিতরণ কাজ শুরু হয়।



প্রত্যয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে প্রার্থী ও নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের ভীড়ে তিল ধারণের জায়গা ছিলো না।

এর আগে আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ড আসন্ন ২৩৫টি পৌরসভার জন্য মেয়র প্রার্থী চ‍ূড়ান্ত করে।

পৌর নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করতে দুই দফা গণভবনে বৈঠকে বসে আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ড। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৮ সদস্য বিশিষ্ট বোর্ডের সদস্যরা অংশ নেন। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে চূড়ান্ত করা হয় প্রার্থীদের তালিকা।

সোমবারই অধিকাংশ প্রার্থী চূড়ান্ত করে মনোনয়ন বোর্ড। মঙ্গলবারের বৈঠকে অবশিষ্ট প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি দল মনোনীত প্রার্থীদের প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তালিকা চূড়ান্ত করার পর তা সংবাদ সম্মেলন করে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে প্রার্থীদের তালিকা প্রকাশের কথা থাকলেও পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে আওয়ামী লীগ।

পরে দলের সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে নিজ নিজ বিভাগের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মাঝে প্রত্যয়নপত্র বিতরনের সিদ্ধান্ত নেয় দলটি।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, মনোনীত প্রার্থীদের কাছে প্রত্যয়নপত্র দেওয়া হবে। যাদের সম্ভব মঙ্গলবার রাতে দেওয়া হবে। বাকীদের বুধবার পৌঁছে দেওয়া হবে।

মঙ্গলবার রাত ১১টার দিকে বিছিন্ন ভাবে সাংগঠনিক সম্পাদকরা প্রত্যয়নপত্র বিতরণ শুরু করেন। ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে অনেক প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা প্রত্যয়নপত্র সংগ্রহ করেন। রাত পৌনে ১টা পর্যন্ত চলে প্রত্যয়নপত্র সংগ্রহ। যেসব প্রার্থীরা মঙ্গলবার প্রত্যয়নপত্র সংগ্রহ করেননি তারা আগামীকাল সংগ্রহ করবেন কিংবা প্রার্থীদের কাছে প্রত্যয়নপত্র পৌঁছে দেবে দলটি।

পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে আনন্দে আত্মহারা প্রার্থী ও তাদের অনুসারীরা। কোনো প্রার্থী কিংবা তার প্রতিনিধিরা যখনই প্রত্যয়নপত্র হাতে পাচ্ছেন সঙ্গে তুমুল হর্ষ ধ্বনিতে পুরো এলাকা প্রকম্পিত করছেন। বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নামে স্লোগান দিচ্ছিলেন।

প্রত্যয়নপত্র হাতে পেয়ে অনেকে আবেগাফ্লুত হচ্ছেন কেউ কেউ।

মৌলভীবাজার সদর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ফজলুর রহমান। দলীয় মনোনয়নের প্রত্যয়নপত্র পেয়ে আনন্দে আত্মহারা তিনি।

তাকে দলীয় মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বার বার কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকেন তিনি।

তিনি বাংলানিউজকে বলেন, দলের হাই কমান্ডের আস্থা ও বিশ্বাস রক্ষায় তিনি সর্বদা সচেষ্ট থাকবেন।

 ফজলুর রহমান তার জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন।

 প্রত্যায়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ও আশপাশের এলাকায় উৎসবের রং ছড়িয়ে পড়ে। গভীর রাতের নীরবতা ভেঙ্গে নেতাকর্মীরা উৎসব, আনন্দেও উচ্ছ্বাস ছড়াতে থাকে।

প্রার্থী, নেতাকর্মীদের পাশাপাশি গণমাধ্যমের কর্মীদের ভীড়ে তিল ধারণের ঠাঁই ছিলো না আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে।

এদিকে আওয়ামী লীগের প্রার্থীদের তালিকা গণমাধ্যম কর্মীদের জন্য সরবরাহ করা হয়নি। ফলে বিচ্ছিন্ন ভাবে কিছু প্রার্থীর নাম পাওয়া গেলেও তার নির্ভরযোগ্যতা নিয়ে সংশয় দেখা দেয়।

বাংলাদেশ সময়: ০২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এমইউএম/বিএস

** ২৩৫ পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করলো আ’লীগ
** পৌর নির্বাচন: আবারও বৈঠকে আ’লীগ
** মংলা পৌর নির্বাচন স্থগিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।