ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি চেয়ারম্যানসহ ৫ শতাধিক নেতাকর্মী আ’লীগে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
ইউপি চেয়ারম্যানসহ ৫ শতাধিক নেতাকর্মী আ’লীগে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন শাকিলসহ বিএনপি ও জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিছেন।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) রাত ৮টায় স্থানীয় দেওটি বাজারে  নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিমের হাতে দলীয় প্রতীক নৌকা ও ফুল তুলে দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।


 
এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম।

যোগদান অনুষ্ঠানে দেওটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, চাটখিল আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, আওয়ামী লীগ নেতা ভিপি বাহার, কিং মোজাম্মেল, অ্যাডভোকেট সোহেল খান, জেলা যুবলীগের সদস্য মাসুদুর রহমান শিপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।