ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বেতাগী উপজেলা আ’লীগের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
বেতাগী উপজেলা আ’লীগের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

বরগুনা: বরগুনার বেতাগী পৌরসভায় বর্তমান মেয়র আলতাফ হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়ার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

বুধবার (২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে এ হরতাল শুরু হয়।

এদিকে হরতালের সমর্থনে বেতাগী পৌর শহরে অবস্থান নিয়েছে বেতাগী উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম কবিরের সমর্থকরা।

এর আগে মঙ্গলবার রাতে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও পরে হরতালের ঘোষণা দেওয়া হয়।
 
বেতাগী উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম কবির বাংলানিউজকে বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন বেতাগী বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলতাফ হোসেন বিশ্বাসকে দেওয়া বেতাগী আওয়ামীলীগ এবং সাধারণ জনগণ মেনে নিতে পারেনি। সেজন্য আমরা হরতালের ডাক দিয়েছি।

তার মনোনয়ন প্রত্যাহার না করা পর্যন্ত বেতাগী আওয়ামী লীগ তাদের অবস্থান পরিবর্তন করবে না বলেও জানান তিনি।

অন্যদিকে হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহর জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্তি পুলিশ।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, উপজেলা আওয়ামী লীগের ডাকে হরতাল সুষ্ঠুভাবে চলছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হরতালে এখন পর্যন্ত কোথায়ও কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।