ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

তরুণ লীগের জরুরি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
তরুণ লীগের জরুরি সভা অনুষ্ঠিত

ঢাকা: বাংলাদেশ আওয়ামী তরুণ লীগের কাউন্সিল-২০১৫ সফল করার লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০২ ডিসেম্বর) বেলা ৩টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।



তরুণ লীগের কাউন্সিল কমিটির আহ্বায়ক মোসলেহ উদ্দিন মাসুদ মসু সভায় সভাপতিত্ব করেন। সভায় দলটির কাউন্সিল সফল করতে প্রয়োজনীয় সাংগঠনিক আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, এখন থেকে আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত ছাড়া কেউ তরুণ লীগের নামে কোনো অনুষ্ঠান বা সভা করতে পারবে না।

অনুমতি ছাড়া দলটির প্যাড ব্যবহার করে কোনো কার্যক্রম চালালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
পিআর/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।