ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

জমজমাট গুলশান অফিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
জমজমাট গুলশান অফিস ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পৌর নির্বাচনে মনোনীত মেয়র প্রার্থীদের মধ্যে প্রত্যয়নপত্র বিতরণকে কেন্দ্র করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার‌্যালয় এখন জমজমাট। মনোনীত মেয়র প্রার্থী, নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের ভিড়ে মুখরিত খালেদা জিয়ার রাজনৈতিক কার‌্যালয়।


 
প্রত্যয়নপত্র বিতরণের দ্বিতীয় দিন বুধবার (২ ডিসেম্বর) সকাল ৯টা থেকেই দল মনোনীত মেয়র প্রার্থীরা গুলশান কার‌্যালয়ে আসতে শুরু করেন। তাদের সঙ্গে নেতা-কর্মী ও সমর্থকরাও হাজির হন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কার‌্যালয়ে।
 
অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি অব্যাহত রেখে গত ৫ এপ্রিল গুলশান কার‌্যালয় থেকে বাসায় ফেরার পর ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গুলশান কার‌্যালয়ে দলীয় নেতা-কর্মীর ভিড় লক্ষ্য করা গিয়েছিল।
 
এর পর আর কোনো রাজনৈতিক উত্তাপ না থাকায় গুলশান কার‌্যালয়ে তেমন কোনো লোকসমাগম চোখে পড়েনি কারো। উপরন্তু গত ১৫ সেপ্টেম্বর ব্যক্তিগত সফরে লন্ডনে যাওয়ার পর টানা দুই মাস গুলশান অফিসের দিকে কেউ পা বাড়ায়নি। এ সময়টা খালেদা জিয়ার রাজনৈতিক কার‌্যালয়ে ছিল পিনপতন নীরবতা!
 
গত ২১ নভেম্বর লন্ডন থেকে ফিরে ২৩ নভেম্বর থেকে নিয়মিত অফিস শুরু করলে ফের গুলশান অফিসে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। নেতা-কর্মীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে গুলশান ২ নম্বর সেক্টরের ৮৬ নম্বর রোডের ৬ নম্বর বাড়িটি।
 
মঙ্গলবার (০১ ডিসেম্বর) পৌর নির্বাচনে দল মনোনীত মেয়র প্রার্থীদের মধ্যে প্রত্যয়নপত্র বিতরণ শুরু হলে নেতা-কর্মী ও সমর্থকদের পদভারে ফের মুখরিত হয় গুলশান অফিস। পছন্দের প্রার্থীরা প্রত্যয়নপত্র গ্রহণের সঙ্গে সঙ্গে তৃণমূল নেতা-কর্মীরা স্লোগান, হর্ষধ্বনি ও করতালিতে গুলশান অফিস ও এর আশপাশ প্রকম্পিত করে তুলছে।
 
ভিন্ন ঘটনাও ঘটছে খালেদা জিয়ার গুলশান অফিসে। পছন্দের প্রার্থী বিএনপির প্রত্যায়নপত্র না পাওয়ায় ক্ষুব্ধ নেতা-কর্মীরা বিক্ষোভও প্রদর্শন করছেন। স্থানীয় শীর্ষ নেতা ও কেন্দ্রীয় নেতাদের নামে নেতিবাচক স্লোগানও দিচ্ছেন তারা।
 
এদিকে দলের কাছ থেকে প্রত্যয়নপত্র পাওয়া তৃণমূল নেতারা নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করছেন। বিএনপি মনোনীত সব মেয়র প্রার্থীদেরই বিশ্বাস, নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হলে তারা অনায়াসে জিতে আসবেন।
 
টাঙ্গাইল কালিহাতী পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী মো. আলী আকবর বাংলানিউজকে বলেন, নির্বাচন সুষ্ঠু হলে কাস্ট হওয়া ভোটের ৭০% আমি পাব। স্থানীয় প্রশাসন যদি প্রভাব বিস্তার না করে সারা দেশে একই রকম ফল করবে বিএনপি।
 
নোয়াখালীর চাটখিল পৌরসভার মনোনীত প্রার্থী মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, কোনো ঝামেলা না হলে, আমার বিজয় কেউ ঠেকাতে পারবে না। আমি তিন বারের মেয়র। এখনো মেয়রের দায়িত্ব পালন করছি। আশা করি নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আগের মতই জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।
 
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।