ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

হিজবুত তাওহীদের ৯ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
হিজবুত তাওহীদের ৯ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ ছবি : প্রতীকী

ফেনী: ফেনীতে আটক হিজবুত তাওহীদের নয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফেনী সদরের আমলী আদালত-১ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।



ফেনী জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর কাজী বুলবুল আহমেদ  সোহাগ এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন- ‘দৈনিক বজ্রশক্তি’ পত্রিকার নির্বাহী সম্পাদক শফিকুল আলম, দলের জেলা আমির দিল আফরোজ, চট্টগ্রাম বিভাগীয় আমির সাইফুল ইসলাম, কর্মী নিজাম উদ্দিন, আজিজ, শাহিন, নিলয়, মুহিবুল, তুষার, আশিক।

এর আগে, মঙ্গলবার রাতে শহরের ফাইভস্টার চাইনিজ রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫    
এমজেড

** ফেনীতে হিজবুত তাওহীদের ১১ নেতাকর্মী আটক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।