ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে বিএনপি-জাপার দেড় শতাধিক নেতাকর্মী আ’লীগে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
নোয়াখালীতে বিএনপি-জাপার দেড় শতাধিক নেতাকর্মী আ’লীগে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিএনপি ও জাতীয় পার্টিসহ (জাপা) বিভিন্ন রাজনৈতিক দলের ১৫৮ নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

বুধবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি নোয়াখালী-চার (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন তারা।



ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাছের।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন বিএসসি, এ কে এম সামছুদ্দিন জেহান, উপ-প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, সদর উপজেলা যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন শাহেদ, সাংগঠনিক সম্পাদক এম এ এইচ বাহাদুর, সহ-দপ্তর সম্পাদক মো. মিরাজ উদ্দিন, জেলা ওলামা লীগের সভাপতি ওমর ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. জামাল উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।