ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

কলাপাড়া বিএনপির নেতা শাহ আলমের মৃত্যুতে ফখরুলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
কলাপাড়া বিএনপির নেতা শাহ আলমের মৃত্যুতে ফখরুলের শোক

ঢাকা: দলের পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি ডা. শাহ আলম খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ ডিসেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মো. আব্দুল লতিফ জনির পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক ও দুঃখ প্রকাশ করেন।



ফখরুল বলেন, ডা. শাহ আলম খানের মৃত্যুতে তার এলাকাবাসীর মতো আমরাও গভীরভাবে শোকাহত ও মর্মাহত। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের প্রতি অবিচল আস্থাশীল মরহুম ডা. শাহ আলম খান পটুয়াখালী জেলা বিএনপি ও কলাপাড়া উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে যে অগ্রণী ভূমিকা রেখে গেছেন সেজন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়।
 
বিবৃতিতে ডা. শাহ আলম খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

পৃথক এক বার্তায় বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপনও দলের এ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বুধবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ডা. শাহ আলম খানের। এসময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।