ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলা

অসুস্থ হয়ে কাঠগড়া ছাড়লেন মনিরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
অসুস্থ হয়ে কাঠগড়া ছাড়লেন মনিরুল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষীকে জেরা করার এক পর্যায়ে আসামির কাঠগড়ায় অসুস্থ হয়ে এজলাস ত্যাগ করলেন মামলার অন্যতম আসামি মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে অসুস্থ হন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মনিরুল।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দু’টির বিচারিক কার্যক্রম চলছে এ আদালতে।

বেলা ১১টা ৫০ মিনিটে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার ২৩তম সাক্ষী (জব্দ তালিকার সাক্ষী) ডাচ-বাংলা ব্যাংকের সিনিয়র অফিসার কামরুজ্জমানকে খালেদা জিয়ার পক্ষে জেরা করছিলেন অ্যাডভোকেট আ. রেজ্জাক খান।

এ সময় আসামি মনিরুল ইসলাম আসামির কাঠগয়ড়ায় অসুস্থ হয়ে পড়লে তার আইনজীবী টি এম আকবর আদালতের দৃষ্টি আকর্ষণ করে তাকে চলে যেতে দেওয়ার অনুমতি চান।

বিচারক আবু আহমেদ জমাদার অনুমতি দিলে বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি এজলাস ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এমআই/এএসআর

** খালেদার অনুপস্থিতিতে চলছে সাক্ষ্যগ্রহণ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।