ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচন

দলীয় শৃঙ্খলা ভঙ্গে সর্বোচ্চ সাংগঠনিক শাস্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
দলীয় শৃঙ্খলা ভঙ্গে সর্বোচ্চ সাংগঠনিক শাস্তি মাহবুব -উল আলম হানিফ

ঢাকা: পৌরসভা নির্বাচনের কারো বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণ পেলে তাকে সর্বোচ্চ সাংগঠনিক শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব -উল আলম হানিফ।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।



হানিফ বলেন, আমি মনে করি আওয়ামী লীগ নেতাকর্মীরা দলের প্রতি অনুগত। তারা কেউই শৃঙ্খলা ভঙ্গের শাস্তি পেতে চাইবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সর্বোচ্চ দল থেকে বহিষ্কার।

তিনি আরও বলেন, কিছু জায়গায় আওয়ামী লীগ কৌশলগত কারণে বিকল্প প্রার্থী রেখেছে। নির্বঅচন কমিশন প্রার্থীর তথ্য যাচাই-বাচাইয়ের সময় যদি কেউ বাদ পড়ে তাই এ কৌলশ রাখা হয়েছে। আগামী ১৩ ডিসেম্বরের পর কোনো বিকল্প প্রার্থী থাকবেনা বলেও জানান তিনি।

পৌরসভা নির্বাচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মলনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিএম মোজাম্মেল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।