ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ধ্বংসযজ্ঞকারীদের প্রশ্রয় দেওয়া যাবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
ধ্বংসযজ্ঞকারীদের প্রশ্রয় দেওয়া যাবে না ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি বলেছেন, যারা ধর্মের নামে অপব্যাখা দিয়ে ধ্বংসযজ্ঞ চালায়, তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। তাদের বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।



বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলার সিনিয়র সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘সাংবাদিকতার নীতিমালা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, দেশে মিডিয়া যেমন বেড়েছে, লোকবলও বেড়েছে। মিডিয়ার এসব কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্বশীল করে গড়ে তুলতে সময় লাগবে। পেশাগত কাজের জন্য সবারই আনুষ্ঠানিক প্রশিক্ষণের প্রয়োজন। কারণ যতই অভিজ্ঞতা থাকুকনা কেন, প্রশিক্ষণ অনেক বিষয় স্মরণ করিয়ে দেয়।

তিনি বলেন, আমরা কেউ ভুল ত্রুটির উর্ধ্বে নয়। সবাই মিলে কাজ করে দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য।

সকাল ১০টায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল ও পুলিশ সুপার শামসুন্নাহার।

বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহা পরিচালক শাহ আলমগীর, বাংলাদেশ প্রেস কাউন্সিলরে সচিব (যুগ্ম সচিব) শ্যামল চন্দ্র কর্মকার। কর্মশালায় জেলার ৩৪ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।