ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহী মহানগর ছাত্রদল নেতা সুইট ফের আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
রাজশাহী মহানগর ছাত্রদল নেতা সুইট ফের আটক

রাজশাহী: রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইটকে আবারও জেলগেট থেকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) রাতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার (০৪ ডিসেম্বর) তাকে নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর কথা রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সুশান্ত চন্দ্র রায় বাংলানিউজকে জানান, রাতে কারাগারের সামনে থেকে ছাত্রদল নেতা সুইটকে আটক করা হয়েছে। জামিনে বেরিয়ে নাশকতার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কায় তাকে আটক করা হয়েছে। নাশকতার মামলায় শুক্রবার সকালে তাকে কারাগারে পাঠানো হবে।

এর আগে, গত ২৬ নভেম্বর বোয়ালিয়া মডেল থানায় দায়ের করার একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ছাত্রদল নেতা সুইট। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।