ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বড়লেখায় জামায়াত নেতাসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
বড়লেখায় জামায়াত নেতাসহ গ্রেফতার ২ ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতরা হলেন- বড়লেখা উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়সল আহমদ (৩৫) ও বনি ইউনিয়নের জামায়াতের সভাপতি কামাল উদ্দিন (৩০)।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ তথ্যটি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বড়লেখা থানায় বিভিন্ন মামলার ওয়ারেন্ট রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।