ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে খালেদা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।



বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বেগম সারোয়ারী রহমান ও গয়েশ্বর চন্দ্র রায়।

দলীয় সূত্র জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিএনপির করণীয়, পৌরসভা নির্বাচনে বিএনপির কৌশল, বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে দলের অবস্থান, সীমিত পরিসরে জাতীয় কাউন্সিল, তৃণমূল পুনর্গঠনের সর্বশেষ অবস্থা, দল পুনর্গঠন এবং চলতি শুষ্ক মৌসুমে আন্দোলন কর্মসূচির ব্যাপারে নীতি নির্ধারণী ফোরামের সদস্যদের মতামত গ্রহণের জন্যই এ বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।

এদিকে, একই ইস্যুতে দলের ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদকদের নিয়েও বৈঠক করবেন বিএনপি প্রধান। শনিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সর্বশেষ গত ২৫ নভেম্বর দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকায় অবস্থানরত শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। ওই বৈঠক থেকেই পৌরসভা  নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন তিনি। এরপর ২৬ নভেম্বর জোট শরিকদের সঙ্গে বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এজেড/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।