ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের কমিটি গঠন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: মিজানুর রহমানকে সভাপতি ও আফজাল হোসেন মারুফকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার(১২ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত সংগঠনের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে তাদের নাম ঘোষণা করা হয়।



কাউন্সিল উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ।

অধিবেশনে সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক নবী নেওয়াজ এমপি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকাত হোসেন ও জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান প্রমুখ।

কাউন্সিলের দ্বিতীয় পর্বে সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের নতুন কমিটিতে মিজানুর রহমানকে সভাপতি ও আফজাল হোসেন মারুফকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।