ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

বাহাত্তরের তালিকা ধরে যুদ্ধাপরাধের বিচারের দাবি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
বাহাত্তরের তালিকা ধরে যুদ্ধাপরাধের বিচারের দাবি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু / ফাইল ফটো

ঢাকা: বাহাত্তরের তালিকা ধরে সব যুদ্ধাপরাধীর বিচারের দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার (১৪ ডিসেম্বর) মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ দাবি জানান।



মন্ত্রী বলেন, জাতিকে কলঙ্কমুক্ত করতে প্রত্যেক যুদ্ধাপরাধীর বিচার করে ফাঁসি দেওয়া উচিত। ১৯৭২ সালে বঙ্গবন্ধু যুদ্ধাপরাধের বিচার শুরু করেছিলেন। সেই সাড়ে ১২ হাজার যুদ্ধাপরাধীর বিচার করা হোক।

তিনি আরও বলেন, ৭২’র তালিকার সেই যুদ্ধাপরাধীদের পরে মুক্ত করে দিয়েছিলেন জিয়াউর রহমান।

হাসানুল হক ইনু বলেন, ১৯৭১ সালে জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। সে সময়ের সবচেয়ে নেক্কারজনক হত্যাকাণ্ডগুলোর মধ্যে এটি একটি। এ হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিলো, তাদের শীর্ষ একজন যুদ্ধাপরাধীর বিচার হয়েছে। আর এসব যুদ্ধাপরাধীকে বাঁচাতে বিএনপি জামায়াতের পক্ষ নিয়ে সাফাই গায়।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আইএইচ/এমএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।